কলকাতা: সংখ্যালঘু তোষন করতেই নির্বাচিত না হওয়া সত্ত্বেও ফিরহাদ হাকিমকে মেয়ের পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। সোমবার এমনই অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। সংখ্যাধিক্যের জোরে সংবিধানকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তাঁর। রাজ্যপালের সঙ্গে দেখা করে এদিন কেএমসি সংশোধিত বিল নিয়ে নালিশ জানিয়ে আসেন বিজেপির নেতারা। এদিন রাহুল সিনহা বলেন, কলকাতাবাসীর সঙ্গে যে বিশ্বাসঘাতকতা তৃণমূল করেছে তার জবাব মানুষ দেবে।
এই সংশোধিত বিল নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও আইনজ্ঞদের সঙ্গে রাজ্যপাল কথা বলবেন বলে জানিয়েছেন, সোমবার এমনই দাবি জানান রাহুল সিনহা।