সিঙ্গুর থেকে রাজভবণ অভিযান


মঙ্গলবার,২৭/১১/২০১৮
665

আক্তারুল খাঁন---

হাওড়া: এ আই কে এস, এ আই এ ডাব্লু ইউ এর ডাকে হুগলি জেলার সিঙ্গুর থেকে কলকাতা রাজ ভবণ অভিযান ২৮ নভেম্বর সকাল দশটায় পদযাত্রা শুরু হবে। উদ্বোধনী সমাবেশ এ বক্তব্য রাখবেন উলুবেড়িয়া লোকসভার প্রাক্তন সাংসদ ও সি পি আই এম কেন্দ্রীয় নেতা হান্নান মোল্লা এছাড়াও উপস্থিত থাকবেন ও বক্তব্য রাখবেন অন্যান্য নেতৃবৃন্দ সিঙ্গুর রতনপুর হুগলি র সমাবেশে। সিঙ্গুর সহ রাজ‍্যে শিল্পায়ন চাই, কৃষকের ফসলের লাভ জনক দামের সরকারী ব‍্যবস্হা করতে হবে, কৃষি লোন সুদ মকুব করতে হবে, রেগা প্রকল্পে ২০০ দিন কাজ ও ৩৫০ টাকা মজুরী দিতে হবে, ৬০ উর্ধ্ব সমস্ত অংশের গরীবদের নূন্যতম ছয় হাজার টাকা পেনশন দিতে হবে, কৃষক ও খেতমজুর পরিবার সহ সব বেকারের কাজের দাবিতে হুগলি জেলার সিঙ্গুর রতনপুর থেকে পদযাত্রা শুরু হবে ২৮ নভেম্বর প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

আর কলকাতায় রাণীরাসমনি রোডে সমাবেশ অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর বেলা ২ টায় এই সমাবেশে বক্তব্য রাখবেন সি পি আই এম কেন্দ্রীয় কমিটির ও পশ্চিম বঙ্গের নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী ও বিরোধী দল নেতা ডাঃ সূর্য‍্য কান্ত মিশ্র,অমিয় পাত্র,অমল হালদার, তুষার ঘোষ, সমাবেশে সভাপতিত্ব করবেন নৃপেন চৌধুরী। এই পদযাত্রা ও সমাবেশ ঘিরে সারা রাজ‍্যে বৈঠক, মিছিল,পথ সভা, দেওয়াল লিখন পোষ্টার ফেস্টুন দিয়ে জনমত গঠন করা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল জন বিরোধী নীতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আহ্বান জানানো হয়েছে বলে সূত্রে জানা গেছে। বাছাই করা নেতা কর্মীদের নিয়ে পদযাত্রা করা হবে। রাজ‍্য ব‍্যাপী এই পদযাত্রা ও সমাবেশ ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে অপরদিকে অন্যান্য বিরোধী দলের নেতারা কোন গুরুত্ব দিতে নারাজ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল ব‍্যবস্হা নিয়েছে বলে জানা গেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট