আগরতলা: রাতের অন্ধকারে একদল দুষ্কৃতকারী সিপিআইএমের তিনটি অফিস ভাঙচুর করেছে। এ ঘটনার সঙ্গে বিজেপি জড়িত বলে পার্টি কর্মকর্তাদের অভিযোগ। জানা গেছে, শুক্রবার গণ্ডাছরায় রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী সিপিআইএমের সমন্বয় কমিটির তিনটি অফিস ভাঙচুর করেছে। দুষ্কৃতীরা অফিসে ঢোকে টেবিল, চেয়ার-সহ সমস্ত কিছু ভেঙে ফেলেছে। তাছাড়া জরুরি কাগজপত্রও নষ্ট করেছে তারা।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিপিআইএম। জানা গেছে, ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএমের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পার্টির অভিযোগ, বিজেপির ইন্ধনে এই ঘটনা ঘটেছে। সিপিআইএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে। পুলিশ অভিযোগ পেয়ে এক মামলা লিপিবদ্ধ করে তদন্তে নেমেছে বলে জানা গেছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।