বহুদিন ধরে এই বাংলা ছায়াছবিটি নিয়ে আলোচনা চলছিল গোটা টলিঊড জুড়ে। অবশেষে এই ছায়াছবি প্রকাশিত হল। এই ছায়াছবিতে অভিনয় করেছেন ঋতব্রত মুখার্জী, অপরাজিতা আঢ্য, শান্তিলাল মুখার্জি সহ আরও অনেকে। অতি অল্পদিনের মধ্যে এই ছায়াছবি বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে। নতুন জেনারেশানকে নিয়ে তৈরি এই ছবি। নতুন জেনারেশানের জীবনে ঘটেচলা নানান ঘটনা দিয়ে এই ছায়াছবির চিত্রনাট্য তৈরি হয়েছে।
মৈনাক ভোমিকের পরিচালিত এই ছায়াছবি যে নতুন বার্তা দেবে সমাজকে তা এই ছায়াছবির প্রেক্ষাপট দেখেই বোঝা যাচ্ছে। এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর ইউটিউবে ও সোশ্যাল মিডিয়াতে শোরগোল পরে যায়। কলেজের ছেলেমেয়েরা ইতিমধ্যেই এই ছায়াছবি দেখার জন্য সিনেমাহলে পাড়ি দিচ্ছেন। টিনেজারদের জন্য এক নতুন গল্প দিয়ে সাজানো এই ছবি। এই উইকেন্ডে নিজের বন্ধুবান্ধব নিয়ে আপনিও দেখে আসতে পারেন Generation আমি।