হাওড়া: ধান আছে ভিতরে চাল নেই। কোথাও আবার ধান শুকিয়ে কালো হয়ে গিয়েছে। কত ধানে কত চাল, তার একটা হিসেব থাকে চাষিদের। কিন্তু ধান কাটতে গিয়ে হিসেব আর পাচ্ছে না চাষিরা। বৃষ্টির না হবার কারনে সেচখালে পর্যাপ্ত পরিমাণে জল মেলেনি।আবার তার উপর ডিজেলের দাম বেড়ে যাওয়ায় চাষিরা ঠিক প্রয়োজন মতো চাষে জল দিতে পারে নি।ফলে আমন ধানের ফলন ঠিক মতোন না হওয়ায় আমন চাষিদের মাথায় হাত।
হাওড়া জেলার (গ্ৰামীণ) এলাকা জয়পুর,শ্যামপুর, উদয়নারায়নপুর,আমতা সর্বত্র একই চিত্র আমন চাষিদের চিন্তার ভাঁজ কেড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আমতা কুরিটের এক বাসিন্দা বলেন গত বছর বিঘাপ্রতি ছ’হাজার টাকা খরচ হয়েছিল।এ বার আট হাজার টাকা।মনে হয় এবছর প্রতি বিঘাতে তিন হাজার টাকার বেশি লোকসান হবে। জয়পুরের শ্যামল জানা বলেন আমাদের খালেতে জল নেই তার উপর ডিপ টিউবওয়েল দু”বছর খারাপ হয়ে পড়ে আছে।ডিজেলের দাম এত চড়া যে সময় মতন জমিতে জল দিতে পারেনি।যার ফলে প্রায় দেড় বিঘার জমির ধান নষ্ট। ঠিকমতো শিস বের হয়নি। ফলে আমন চাষিদের মাথায় হাত।