“জাস্টিন বিবার একি করলেন প্রকাশ্য” হলিউডের জগতে এক অবিস্মরণীয় নাম জাস্টিন বিবার। অতি অল্প সময়ে এই পপ গায়ক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। শনিবার রাতে মডেল হেইলি বাল্ডুইনের সঙ্গে বাগদান হয়ে গেল পপ তারকা জাস্টিন বিবারের। সকল বিশ্বকে অবাক করে দিল এই খবর। শুধু তাই নয় এক মাসের বেশী সময় ধরে তারা একে অপরকে ডেট করছিলেন। তাদের সম্পর্ক শেষ পর্জন্ত পরিনতি পেল। এই খবর প্রকাশিত হওয়ার পর শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়াতে। এইদিন বাগদান পর্ব সেরে নেওয়ার পর খুশিত মুহুর্তে ভাসলেই এই গায়ক। বেশকিছুদিন ধরে তাদের সম্পর্কের ব্যাপারে আঁচ করছিলেন অনেকে। সেই ঘটনা সত্যি করে প্রকাশ্যে এলো তাদের এই সম্পর্ক। এই দিন জাস্টিনের মা টুইট করেন এই বিষয়ে। বিখ্যাত এই পপ তারকা এখনো মুল আলোচনার কেন্দ্রবিন্দুতে তা বলাই যায়।
“জাস্টিন বিবার একি করলেন প্রকাশ্য”
মঙ্গলবার,২৭/১১/২০১৮
967
বাংলা এক্সপ্রেস---