বাড়িতে কেউ না থাকার সুযোগে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে সোনার গহনা টাকা পয়সা সব কিছু চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকায় শহরের ব্যস্ততম এলাকায় রায়গঞ্জ থানা থেকে মাত্র 200 মিটার দূরে ভয়াবহ এই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শহরের বাসিন্দাদের মধ্যে। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ এসে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে গত দু’দিন আগেই রায়গঞ্জ শহরের চন্ডীতলা আর একটি আবাসনের ফ্ল্যাটে ও চুরির ঘটনার পর গত পরশু মোহনবাটি বাজারে পুলিশ ফাঁড়ির নিচে একটি দোকানে চুরির ঘটনা ঘটে। আজ আবারো শহরে চুরি হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
রায়গঞ্জ শহরের এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী বাপ্পাদিত্য দে বাড়ি ঘর তালাবদ্ধ করে পুরী বেড়াতে গিয়েছিলেন। আজ সকালে বাড়িতে এসে দেখতে পান ঘরের জানালা ভাঙা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা রয়েছে। তিনি সাথে সাথেই রায়গঞ্জ থানায় খবর দেন রায়গঞ্জ থানার পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে দেখেন আলমারি ভেঙ্গে নগদ টাকা ও সোনার গহনাসহ প্রায় সবকিছুই চুরি হয়েগিয়েছে। বাড়ির মালিক বাপ্পাদিত্য দে জানিয়েছে আনুমানিক নগদ টাকাসহ আড়াই লক্ষ টাকার সামগ্রী চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা ঘটনা তদন্ত নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।