আজকের দিনে বিদায় জানিয়েছিলেন ফিলিপ হিউজ


মঙ্গলবার,২৭/১১/২০১৮
741

বাংলা এক্সপ্রেস---

আজ সেই তারিখ, আজকের দিনে ২২ গজকে বিদায় জানিয়েছিলেন ফিলিপ হিউজ। সিম্বার ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ড ম্যাচ চলাকালে শন এবোটের বলে ঘাড়ে আঘাত লাগে, যার ফলে মেরুদণ্ডের ধমনী বিচ্ছেদ ঘটে যার ফলে একটি সুবারাচনিয়েড হেমোরেজ হয়। অস্ট্রেলিয়ার টিম ডাক্তার, পিটার ব্রুকনার উল্লেখ করেছেন যে, “ক্রিকেট বলের ফলে শুধুমাত্র এক ক্ষেত্রে রিপোর্ট করা” সহ কেবলমাত্র এই ধরনের 100 টি ঘটনাই জানা গেছে। হিউজ সিডনিতে সেন্ট ভিনসেন্টস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি অস্ত্রোপচার করেন, একটি অনুপ্রাণিত কোমাতে স্থাপন করা হয় এবং গুরুতর অবস্থায় গভীর যত্ন নিতেন। ২7 নভেম্বর তাঁর মৃত্যু হয়। আজ বিশ্বক্রিকেটে এই দিনে ফিলিপ হিউজ সকলকে ছেড়ে চলে গিয়েছিলেন। সিডনির মাঠে এই ঘটনার আজও সাক্ষী। অস্ট্রেলিয়ার মাটিতে আজকের দিনে এই ক্রিকেট তারকার নক্ষত্র পতন হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট