বহরমপুরঃ ভৈরবের নিরঞ্জন ঘিরে মাতল বহরমপুরবাসী। প্রায় ১৪৩বছরের পুরানো এই ভৈরব ঘিরে মানুষের মধ্যে উচ্ছ্বাস। রবিবার দুপুরে বহরমপুর ভৈরবতলা থেকে এক বিশাল বাবার বিসর্জনের শোভাযাত্রা বের হয়। বিসর্জনের শোভাযাত্রায় পা মেলান শহর থেকে শহর তলির মানুষেরা। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সহযোগে প্রায় দেড় কিমি রাস্তা জুড়ে এই বিশাল শোভাযাত্রা এগিয়ে চলে। ছেলে, মেয়ে, বুড়ো বুড়ি সকলেই বাজনার তালে তালে নাচতে নাচতে এগিয়ে চলে। পিছনে বিশালাকার ভৈরব ধীর গতিতে এগোতে থাকে। প্রায় ১০থেকে ১৫হাজার দর্শনার্থী এদিন শোভাযাত্রায় পা মেলান। এছাড়ার হাজার হাজার দর্শনার্থী রাস্তার দুইধারে দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করতে থাকেন। নিরঞ্জনের শোভাযাত্রায় প্রথম থেকে থেকে শেষ পর্যন্ত বস্তা বস্তা বাতাসা ছড়ায় ভক্তবৃন্দরা। ভৈরবের শোভাযাত্রা গোটা বহরমপুর শহর অতিক্রম করে শেষে ভৈরবতলা ঘাটে বিসর্জন পর্ব শেষ হবে।
ভৈরবের নিরঞ্জন ঘিরে মাতল বহরমপুরবাসী
সোমবার,২৬/১১/২০১৮
667
বাংলা এক্সপ্রেস---