ইউনাইটেড ব্যাংক এর ক্ষুদ্রসঞ্চয় UBIEA-WB এর আয়োজিত সাধারণ সভা


রবিবার,২৫/১১/২০১৮
588

বাংলা এক্সপ্রেস---

আজ বহরমপুরের কমিউনিটি হলে আয়োজন করা হয়েছিল একটি সাধারণ সভা। এই সভায় উপস্থিত ছিলেন বহু ব্যাংক এর সাথে যুক্ত কর্মিগন। এই সভার মাধ্যামে তাদের দাবিদাওয়া গুলি তারা আজ প্রকাশ্যে আনেন। তাদের দাবি দাওয়া গুলি হল – এজেন্টদের ব্যাংক কর্মচারীর সন্মান দিতে হবে। এজেন্টদের গ্রাচুয়াটি প্রদানে বঞ্চিত করা চলবে না। স্কিম এর বার্ষিক সুদের হার বৃদ্ধি করতে হবে।

প্রতিমাসে নিদির্স্ট দিনের মধ্যে এমডিএসএস এজেন্টদের মাসিক কমিশান প্রদানের ব্যবস্থা করতে হবে। সকল এজেন্ট কে নতুন IHH মেসিন সরবরাহ করতে হবে। এই সকল দাবিদাওয়া গুলি ছিল এই সাধারণ সভার মুল আলোচ্য বিষয়। প্রতিদিন তারা বঞ্চিত হচ্ছে ভিবিন্ন সুজোগ সুবিধা থেকে। এছাড়া এই সকল এজেন্টরা নিয়মিত বঞ্চনার শিকার। এইসব বিভিন্ন বিষয় ছিল এই আলোচনা কেন্দ্রবিন্দুতে। আজ ২৫ নভেম্বর এই সভা আয়োজিত হল বহরমপুরে কালেক্টিরেট ক্লাবের কমিউনিটি হলে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট