কলকাতা: রং তুলির ভাষা কোন কাঁটাতার মানে না। জানেনা রাজনৈতিক সীমারেখা। রং তুলি পারে ক্যানভাসে সমাজের হাসি ,কান্না, আনন্দ, দুঃখ ,প্রতিবাদ, ব্যার্থতা, বিদ্রোহ প্রতি মুহূর্ত তুলে ধরতে। পৃথিবীর প্রথম ভাষার প্রথম লিখেছিলেন আদিম যুগের শিল্পীরা। সেই গুহা চিত্র থেকেই চিত্র শিল্পী দের পথ চলা। সেই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে,ভারত ও বাংলাদেশের সমকালীন শিল্পীদের যৌথ প্লাটফর্ম আর্ট লাইল 18- কালার অফ বেঙ্গল।
দীর্ঘ এক বছরের ওপর আর্ট লাইন 18, শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী, প্রমোশন ও ওয়ার্কশপের সফল ভাবে আয়োজন করে আসছে। আজ ২৫শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর কলকাতার নটী বিনদোনী মেমোরিয়াল আর্ট গ্যালারি তে আর্ট লাইন 18 এর দ্বিতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী। ভারত বাংলাদেশ ছাড়াও , অস্ট্রেলিয়া ও জাপানের অংশ গ্রহণ করবেন প্রদর্শনী তে। এখানে ৫৫ জন শিল্পীর ৯৬ টি কাজ দেখতে পারবে ছবি প্রেমী দর্শক রা। এবারের থিম ছবি দেখুন ছবি কিনুন। এই আন্তর্জাতিক মানের চিত্রপ্রদর্শনীর সঙ্গে রয়েছি আমরাও। বাংলা এক্সপ্রেস মিডিয়া পার্টনার।