আজ সিডনিতে মাঠে নামছে দুইদল। এর আগের ম্যাচে বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ার ফলে কোণঠাসা ভারতীয় দল। তবে এবার নতুন চমক দিতে চলেছে অস্ট্রেলিয়া দল এই ম্যাচে দেখা যেতে পারে বিখ্যাত বোলার মিচেল স্টার্ককে। ভালো ফর্মে রয়েছেন এই তারকা ক্রিকেটার, যা অস্ট্রেলিয়া দলকে বাড়তি অক্সিজেন দেবে তা বলার অপেক্ষা রাখে না। রবিবার সিডনিতে টি২০ সিরিজের শেষ ম্যাট খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। স্টার্ক দীর্ঘ দিন টি২০ খেলেননি। তিনি শেষ খেলেছিলেন ২০১৬ সালের সেপ্টেম্বরে কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এ বার তাঁকে ডেকে নেওয়া হল বিলি স্তানলেক ছিটকে যাওয়ার পর। রবিবার সিরিজ নির্ণায়ক ম্যাচ।
শেষ টি ২০ তে অস্ট্রেলিয়া দলে রয়েছে নতুন চমক
রবিবার,২৫/১১/২০১৮
590
বাংলা এক্সপ্রেস---