সইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খানের অভিনীত প্রথম সিনেমা কেদারনাথ। যা ৭ ডিসেম্বরে সমস্ত সিনেমা হলে মুক্তি পাচ্ছে এই কেদারনাথ সিনেমাটি। এই ছবির মুখ্য চরিত্রে রয়েছে অভিনেতা সুশান্ত সিং রাজপুত।সিনেমায় সুশান্ত সিং রাজপুত মনসুর একজন পিঠাও (কেদারনাথ মন্দিরে তীর্থ যাত্রীদের পিঠে বহন করে) এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।অন্যদিকে সারা আলি খান মুকু নামের একটি মেয়ের চরিত্রে অভিনয় করবে। সিনেমায় মুকু অর্থাত নাইকা সারা একজন কেদারনাথ মন্দিরের দর্শনার্থী। এখানে মুকু ও মনসুরের শত সংঘর্ষের মধ্যে প্রেম ও তাদের হাজারো লড়াই কে সিনেমায় দেখা যাবে।সিনেমার প্রেক্ষাপট 2013 সালে ঘটে যাওয়া কেদারনাথের ভয়াবহ বন্যা। ধর্মীয় ভেদাভেদ ভুলে মুকু ও মনসুরের প্রেমের গল্প এই সিনেমায় তুলে ধরা হয়েছে।
সুশান্ত সিং রাজপুতএর নতুন সিনেমা কেদারনাথে
রবিবার,২৫/১১/২০১৮
919
পিয়া গুপ্তা---