বাংলা চলচিত্রের এক অসামান্য অভিনেতা রবি ঘোষ এর জন্মদিন আজ।তার অভিনয় আজও মনে রেখেছে সিনেপ্রেমিরা। বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করে বিশেষ প্রশংসা কুড়িয়েছেন। তবে বাংলা চলচ্চিত্রের জগতে তিনি সবচেয়ে পরিচিত তার হাস্যরসাত্মক চরিত্র রূপায়নের জন্য। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে তাকে নিয়মিত অভিনয় করতে দেখা গেছে। চলচ্চিত্র ছাড়াও তিনি বাংলা নাট্যমঞ্চ এবং টেলিভিশন তথা ছোট পর্দায় অভিনয় করেছেন। সত্যজিৎ রায় পরিচালিত গুপী গাইন বাঘা বাইন চলচ্চিত্রে বাঘা চরিত্রে অভিনয় করার জন্য তিনি সবচেয়ে বিখ্যাত হয়ে আছেন। তিনি তার যাত্রাপথে ছড়িয়ে দিয়েছেন অজস্র মানিক। বাংলা সিনেমা জগতে তার উপস্থিতি পালটে দিয়েছে সিনেমার মোড়। তার অভিনয়ের মুহুর্ত গুলো আজও বন্দি সেলুলয়েডে। এই বিখ্যাত কিংবদন্তির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
বাংলা চলচ্চিত্র জগতে বিখ্যাত কিংবদন্তি অভিনেতা রবি ঘোষের জন্মদিন
রবিবার,২৫/১১/২০১৮
1231
শুভ বিশ্বাস---