তিনি আজও মাতিয়ে রাখেন তাঁর অভিনয় দিয়ে সকলকে। তাঁর ছবি জায়গা করে নিয়েছে মানুষের হৃদয়ে। আজ সেই রোমান্সের জাদুকর কিং খানের জিরো সিনেমার প্রথম গান ‘মেরা নাম তু’ প্রকাশিত হল। গায়ক অভয় যোধাপুরকর বাউয়ার গলায় গান গেয়েছেন। গানটি কম্পোজ করেছেন অজয় অতুল এবং লিখেছেন ইর্শাদ কামিল। জিরোর পরিচালক আনন্দ এল রাই। সিনেমাটি ডিসেম্বরে মুক্তি পাবে। এই গানে একেবারে ভিন্নলুকে দেখা যায় কিং খানকে। এই সিনেমাটির জন্য বহুদিন ধরে অপেক্ষারত শাহরুখপ্রেমীরা। শুধু তাই নয়, অনুস্কার সাথে তাঁর রোমান্স এর আগেও জমিয়ে দিয়েছে দর্শকের মন। তাই এবছরও বক্স অফিসে আবার হিট ছবি হতে চলেছে তা বোঝাই যাচ্ছে।
জিরো সিনেমার প্রথম গান প্রকাশিত হল আজ
শনিবার,২৪/১১/২০১৮
918
বাংলা এক্সপ্রেস---