নামছে পারদ, শহরে শীতের আগমন


শনিবার,২৪/১১/২০১৮
725

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: শহরে শীতের আগমন। আজ তাপমাত্রা অনেকটাই নামল, শহরবাসীর জন্যে সুখবর শহরে শীতের আগমন। এবছরে অন্যবারের তুলনায় শীঘ্রই শীত প্রবেশ করবে তা অনুমান করা গিয়েছিল। প্রকৃতির খামখেয়ালিপনায় সেইভাবে আমেজ ছিল না শীতের। সকাল থেকেই বইছে উত্তরে হাওয়া। শীতের প্রথম আমেজ পেলো আজ শহরবাসী। আবহাওয়া দপ্তর সুত্রের খবর আর কিছুদিনের মধ্যে শীতের আগমন ঘটবে বলে জানিয়েছিলেন।সুতারাং বলা যায় এবার শীতের আমেজ পেতে চলেছে শহরবাসী আজ থেকে তাপমাত্রা অনেকটাই নেমেছে শহরে।

শীতের চাদরে মুড়েছে শহর কলকাতা। তাই আজ থেকেই প্রথম শীতের আমেজ পেতে চলেছে শহরবাসী। তবে ঠিক এখনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন এখনই হবে না। তবে তাপমাত্রা ধীরে ধীরে কমবে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দু’দিন আকাশ পরিষ্কার থাকবে। উত্তরের হাওয়া বইছে বলে শীতের আমেজ বজায় থাকবে।এই তাপমাত্রা ধীরে ধীরে নিম্নমুখী হবে। কারণ নতুন করে কোনও ঘূর্ণাবর্ত এখনও পর্যন্ত তৈরি হয়নি। ফলে শীতের আসার পথ পরিষ্কার। আপাতত অপেক্ষা। কবে ঠান্ডা আরও বাড়বে। ফলে শীতের আমেজ মাখতে প্রস্তুত শহরবাসী। শীত এর চাদরে মুখ ঢাকবে কলকাতা আর কিছু দিনের অপেক্ষা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট