পশ্চিম মেদিনীপুর: গত ১৪ই নভেম্বর গোয়ালতোড় থানার মাখলি গ্রাম থেকে মাওবাদী সন্দেহে গ্রেপ্তার করা হয় সব্যসাচী গোস্বামী , অর্কদীপ গোস্বামী টিপু সুলতান ও সঞ্জীব মজুমদারকে। ১৪ দিনের পুলিশি হেফাজতের শেষে শুক্রবার তাকে গড়বেতা আদালতে তোলার সময় আদালত চত্বরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাল বন্দিমুক্তি কমিটি ও গ্রেপ্তার হওয়া চার জনের পরিবারের সদস্যরা। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে মুক্তি দিতে হবে সব্যসাচী গোস্বামী অর্কদ্বীপ গোস্বামী সহ ৪ জনকে। মুক্তি দিতে হবে অন্যান্য রাজবন্দীদেরও। মাওবাদী সন্দেহে ৪ জন গ্রেপ্তার হওয়ার পরেই মানবাধিকার সংগঠন এপিডিআর সহ একাধিক সংগঠন পাশে এসে দাঁড়িয়েছে এই চারজনের। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাদের কোট চত্বরেই এমন দাবি তুলেছেন গ্রেপ্তার হওয়া চার জনও। শুক্রবার আদালত চত্বরে বন্দিমুক্তি কমিটির বিক্ষোভ আলাদা তাৎপর্য যুক্ত করলো বললেই মত রাজনৈতিক মহলের।
মাওবাদীর সন্ধেহে গ্রেপ্তার হওযা ব্যাক্তিদের মুক্তির দাবিতে আদালত চত্বরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাল বন্দিমুক্তি কমিটি
শনিবার,২৪/১১/২০১৮
480
বাংলা এক্সপ্রেস---