ফরাক্কাঃ ফরাক্কা থেকে উদ্ধার হল একটি বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় তক্ষক, গ্রেপ্তার এক। যার আর্ন্তজাতিক বাজার মূল্য প্রায় ৯কোটি টাকা দাম। শুক্রবার সকালে ফরাক্কা থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় একটি তক্ষক উদ্ধার করে। ধৃত ব্যাক্তির নাম ইসা সেখ(২৩)। তার বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার পশ্চিম কাশচাঁদপুর এলাকায়।
পুলিস ধৃত ব্যাক্তিকে জেরা করে জানতে পেরেছে তক্ষকটি বাংলাদেশ থেকে মালদা হয়ে মুর্শিদাবাদে নিয়ে এসেছিল সে। শুক্রবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কার এক ক্রেতাকে ৯কোটি টাকায় সেটি বিক্রি করছিল। সেই সময় পুলিস তাকে হাতেনাতে ধরে ফেলে। তক্ষকটি লম্বায় প্রায় ৭ইঞ্চির বেশি, ওজন প্রায় ২৭৫গ্রাম। পুলিস আরও জানতে পেরেছে বিলুপ্ত প্রায় প্রানীটি বিদেশে মোটা টাকায় বিক্রি হয়। ফরাক্কা থানার পুলিস প্রানীটি বনদফতরের হাতে তুলে দেবেন বলে জানা গিয়েছে।