১৭ বল বাকি থাকতেই ৮ উইকেটে সেমিফাইনাল জিতে নিল ইংল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ১৯.৩ ওভারেই ১১২ রান গুটিয়ে যায় ভারতের ব্যাটিং। ১৭.১ ওভারে মাত্র দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ডের মেয়েরা। দুই ওপেনার তানিয়া ভাটিয়া ও স্মৃতি মন্ধনা ১১ ও ৩৪ রান করে ফিৱে যান প্যাভেলিয়নে। এর পর আর কেউ ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরতে পারেননি। প্রথমে ভালো ভাবে শুরু করলেও সেভাবে ধরে রাখতে পারল না ভারতীয় মহিলা দল। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় মহিলা দল।
ফলে বড় রানের লক্ষ্যে পৌঁছাতে ব্যার্থ হয় তারা। বহু আশা দেখেছিল এদিনের ম্যাচ নিয়ে ভারতীয় সমর্থকরা , কিন্তু তা আর পুরন হল না। ইংলান্ডের কাছে পরাজিত হল মহিলা দল। এদিনের ম্যাচ নিয়ে জল্পনা তুঙ্গে। সিরিজের অন্যন্য ম্যাচ গুলিতে ভারতীয় মহিলা দলকে যেভাবে দেখা গিয়েছিল এদিন তাদের সেভাবে খুজে পাওয়া যায়নি। জোনসের ৪৭ বলে ৫৩ ও শিভারের ৩৮ বলে ৫২ রানের দৌলতে ১১৬ রান করে ফেলে ইংল্যান্ড।ইংলান্ডের হয়ে ভালো খেলেন জোনস ও শিভার। তাদের পাটনারশিপ ইংল্যান্ডকে জয়ের কাছে এনে দেয়।