বস্তিবাসীদের দাবিদাওয়া নিয়ে সোচ্চার শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য


শুক্রবার,২৩/১১/২০১৮
705

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: বস্তিবাসীদের নিরাপদ বাসস্থান, মৌলিক পরিষেবা, সুলভে বিদ্যুৎ, নিকাশি, সকলের রেশন কার্ড, সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সুযোগের দাবি জানাল পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানান সংগঠনের কর্মকর্তারা। শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য বলেন, বস্তিবাসীরা যেসব এলাকায় বসবাস করেন সেই জমির সত্বাধিকার তাঁদের নামে না থাকায় রাজ্য কিংবা কেন্দ্র সরকারের কোন প্রকল্পেরই সুবিধা পাচ্ছেন না।

বস্তিবাসী মানুষেরা যাতে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন সেই দাবি তোলেন তাঁরা। আগামী ১ ও ২ ডিসেম্বর সংগঠনের দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে শ্রমিক ভবনে। ৩০শে নভেম্বর প্রকাশ্য সমাবেশ হবে রাজাবাজারে। এদিনের সাংবাদিক সম্মেলনে জানান অশোকবাবু। সংগঠনের কার্যকরী সভাপতি অশোক ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, সংগঠনের সাধারণ সম্পাদক সুখরঞ্জন দে সহ অন্যান্যরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট