অন্যায়ের প্রতিবাদ করায় ব্যবসায়ীকে পঞ্চায়েত অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ কেশপুর তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে


শুক্রবার,২৩/১১/২০১৮
410

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: কেশপুরের মুগবাসানে তৃণমূল পঞ্চায়েত অফিসে ডেকে নিয়ে গিয়ে হাসিবুর রহমান (৩৮) নামে পেশায় মাছ ব্যবসায়ী। এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল হাসানুর হাসান নামে অপর এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, বিগত কিছুদিন ধরেই এক মহিলার সঙ্গে সম্পর্ক নিয়ে বচসায় জড়িয়ে পড়েছিল দুই তৃণমূল কর্মী। এরপরই বৃহস্পতিবার সকালে পেশায় মাছ ব্যবসায়ী হাসিবুর রহমান কে পঞ্চায়েত অফিসে তুলে নিয়ে গিয়ে হাসানুর হাসান মারধর করে বলে এবং টাকা পয়সা ও সোনার আংটি কারিয়ে নেই বল অভিযোগ। পরে কেশপুর থানার পুলিশ গিয়ে আহত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে। আহত অবস্থায় হাসিবুর রহমানকে মেদিনীপুর মেডিকেল কলেজেও হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন চিকিৎসাধীন ঘটনার তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট