আগামীকাল মেলবোর্নে মুখোমুখি হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া


বৃহস্পতিবার,২২/১১/২০১৮
528

বাংলা এক্সপ্রেস---

প্রথম টি ২০ ম্যাচে পরাজিত হয়েছে ভারতীয় দল, প্রথম ম্যাচ হারের পর স্বাভাবিক ভাবে চাপে রয়েছে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া কোহলি ব্রিগেড। যদিও ভারত তাদের শেষ সাতটি দ্বিপক্ষীয় টি -20 সিরিজ জিতেছে, তবে ব্রিসবেনের চার ম্যাচে জয়ী হয়েছিল। এই বছরের মার্চ মাসে 23 টি আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়ার 6 র্থ জয়, যার মধ্যে তিনটি জিম্বাবুয়ের বিপক্ষে এসেছিল। যদিও অস্ট্রেলিয়া তিন ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে নিজেদের এগিয়ে রেখেছে , তবে তারা কালকে ভারতকে হারিয়ে সিরিজ জিততে পারেকিনা সেটা দেখার।

এ প্রসঙ্গে বলা হয়, গাব্বায় অস্ট্রেলিয়ার স্থিতিশীল জয়টি তাদের সফরের জন্য যথেষ্ট আস্থা দেবে, অস্ট্রেলিয়ার সফরে ভারতীয় দল এর স্ট্যটেজি কি তা এখনো জানা যায়নি। এর আগেও কোহলির নেতৃত্বে বিদেশের মাটিতে জয় ছিনিয়ে এনেছে ভারতীয় দল। অন্যদিকে বিদেশের মাটিতে শিখর ধাওয়ান এর রেকর্ড বরাবর ভালো। প্রথম ম্যাচে তিনি নিজের সেরাটাই দিয়েছেন। যদিও ক্রিকেট একটি টিমগেম, একটা গোটা সিরিজ জেতার জন্য টিমগেমটা খুব জরুরী। দ্বিতীয় ম্যচে যদি আবার কোহলী ও তাঁর দল পুরানো ছন্দে ফেরে তাহলে হয়ত আবার জয় ছিনিয়ে আনতে পারেন ভারতীয় দল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট