সাপধরা বা সাপবিক্রি করা নাকি তাঁর পেশা , গোপন সুত্রে খবর পেয়ে গ্রেফতার করল wildlife crime control cell


বৃহস্পতিবার,২২/১১/২০১৮
488

বাংলা এক্সপ্রেস---

রাজারহাট : নাম আলমিয়া পাল ,বাড়ি মুর্শিদাবাদ । দীর্ঘদিন ধরে এই ব্যক্তি সাপ এর খেলা দেখাতো। বিভিন্ন জায়গায় তিনি সাপের খেলা দেখাতেন এছাড়া সাপের খেলা দেখিয়ে মাদুলিও বিক্রি করতেন বলে সুত্রের খবর। ওনার দাবি ছিল ওনার দেওয়া মাদুলি বিষধর সাপের কামড়ের হাত থেকে রক্ষা করবে । গোপন সুত্রে খবর পেয়ে এক অভিযান চালায় wildlife crime control cell । গত ২০/১১/২০১৮ তারিখে রাজারহাট এরিয়া থেকে ৬ টি জীবিত সাপের সাথে গ্রেফতার করে #Wildlife Crime Control Cell, Directorate of Forest, Government of West Bengal.

এছাড়া তিনি সাধারন মানুষদের বোঝাতেন সাপের তৈরি বিষ দিয়ে তিনি মাদুলি তৈরি করেন এবং তা চড়া দামে বিক্রি করতেন। অধিকাংশ মানুষকে এই ভাবে বুঝিয়ে তিনি দীর্ঘদিন ধরে তাঁর এই ব্যাবসা তিনি চালাতেন। কিন্তু শেষ রক্ষা হল না এই খবর ছরিয়ে পরতেই রাজারহাট উত্তর নওয়াবাদ থেকে তাকে গ্রেফতার করা হয় ৬টি জীবন্ত সাপ সহ। গতকাল তাকে বারাসাত কোর্টে তোলা হয়েছিল বর্তমানে তিনি এখন জেলে আছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট