মাল্টিরোল সিদ্রিল এর মাধ্যমে উন্নত মানের সরষা চাষ শুরু হয়েছে কালিয়াগঞ্জ ব্লকে


বৃহস্পতিবার,২২/১১/২০১৮
445

পিয়া গুপ্তা---

উত্তর দিনাজপুর : শীতকালীন সব্জিচাষে কৃষকদের উৎসাহিত করছে উত্তর দিনাজপুর জেলা কৃষি দপ্তর। এজন্য দপ্তরের পক্ষ থেকে চাষিদের প্রশিক্ষণ দিয়ে আর্থিক সাহায্য করা হচ্ছে। এবার থেকে আর জমিতে বেশি করে বীজ ছিটিয়ে সরষা চাষ করতে হবে না , কম বীজ দিয়ে মাল্টিরোল সিদ্রিল এর মাধ্যমে করা যাবে উন্নত মানের সরষা চাষ যা আপনাকে আগের তুলনায় অনেক বেশি ফলন দিবে । হ্যাঁ উত্তর দিনাজপুর জেলার প্রথম কালিয়াগঞ্জ ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে উন্নত পদ্ধতিতে কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে আত্মা প্রকল্পের মাধ্যমে উন্নত মানের সরষা চাষ। কালিয়াগঞ্জ কৃষি দফতরের উদ্যোগে এই ব্লকের বিভিন্ন জায়গায় গিয়ে দেখা গেল মাল্টিরোল সিদ্রিল এর মাধ্যমে কৃষকদের শেখানো হচ্ছে কিভাবে এই পদ্ধতিতে চাষ করে ফলন আগের তুলনায় বাড়ানো যায়।

কালিয়াগঞ্জ ব্লকের কৃষি আধিকারিক গোপাল ঘোষ জানান, ভারত সরকার আত্মা প্রকল্পের মাধ্যমে জেলায় প্রথম মাল্টিরোল সিদ্রিল পদ্ধতিতে চাষ শুরু হয়েছে পরীক্ষামূলক ভাবে। তিনি বলেন এই পদ্ধতিতে চাষ করলে যেমন বীজ কম লাগে তেমনই একটা গাছ থেকে আর একটা গাছের মধ্যে দূরত্ব বজায় থাকে। ফলে ফলন আগের তুলনায় অনেক বেশি হয়। পাশাপাশি রোগ পোকার আক্রমণ হলে সহজে সেটা দূর করা যাছে। তিনি বলেন ইতিমধ্যে কালিয়াগঞ্জের ৫০ জন কৃষককে পরীক্ষামূলক ভাবে এই পদ্ধতিতে চাষ বাদ শিখিয়ে এই কাজ শুরু করা হয়েছে। কৃষি আধিকারিক এর আশা এবার আগের তুলনায় অনেক বেশি সরষার ফলন হবে। এদিকে যারা এই পদ্ধতিতে চাষ শুরু করেছে তারা জানান তাদের আশা আগামী দিনে তারা মাল্টিরোল সিদ্রিল পদ্ধতিতে চাষ এর মাধ্যমে তাদের ঘরে অনেক ফসল তুলে নিয়ে যেতে পারবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট