বিদ্যুৎ সংযোগ না থাকা সত্ত্বেও ভুয়ো বিদ্যুৎ বিল


বৃহস্পতিবার,২২/১১/২০১৮
474

বাংলা এক্সপ্রেস---

ফরাক্কাঃ মুর্শিদাবাদের ফরাক্কায় বাড়িতে বিদ্যুৎ সংযোগ না থাকা সত্ত্বেও ভুয়ো বিদ্যুৎ বিল। মাথায় হাত পরিবারের। মুর্শিদাবাদের ফরাক্কা জিগরি মোড়ের বাসিন্দা মাইমুর সেখ পেশায় বিড়ি শ্রমিক। এখন পর্যন্ত বাড়িতে কোন বিদ্যুৎ সংযোগ নেই। অথচ মাইমুর সেখের বাড়িতে বিদ্যুৎ বিল পাঠানো হল ২৭৪৩টাকা। পরিবারের অভিযোগ, মঙ্গলবার বিকেলে একটি স্হানীয় দোকানে বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে বিদ্যুৎ বিল দিয়ে যায় ২৭৪৩ টাকা।

গ্রামে লিচু বাগান থাকায় এখনও পর্যন্ত ইলেক্ট্রিক পোল বসেনি একটিও। বিদ্যুৎ সংযোগ তো দুরের কথা। মাইমুরের পরিবারে এখনও বিদ্যুৎ আলো মুখ দেখতে পাননি আর তার মধ্যে বিদ্যুৎ সংযোগ না থাকতেই ভুয়ো বিল আতঙ্ক ঘুম নেই পরিবারের অন্যান্য সদস্যদেরও। দরিদ্র পরিবারের সদস্যরা দিনের আলো থাকতে থাকতেই সব কাজ সেরে নেন। যাতে রাতের অন্ধকারে তাদের কোন কাজ করতে না হয়। এখনো কেরোসিনের আলোয় রাতের যাবতীয় কাজ করতে হয়। বিদ্যুৎ সংযোগ নেই বাড়িতে কিন্তু ২৭৪৩টাকা বিদ্যুৎ বাবদ বিল পেতেই পরিবারে চিন্তার ভাজ। ভুয়ো বিলে অবাক গ্রামবাসীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট