পশ্চিম মেদিনীপুর: গোয়ালতোড় এ ছেলের হাতে মা খুন ঘটনায় এলাকায় চাঞ্চল্য। গোয়ালতোড় থানার উগলা গ্রামে এই ঘটনাটি ঘটে। বিগত কয়েক মাস মায়ের সাথে ছেলের গোলমাল লেগেছিল। গতকাল রাত্রে মায়ের সাথে ছেলের পারিবারিক সমস্যা তৈরি হয় । ছেলের নাম গোরাচাঁদ মুর্মু , মা হিরামুনি মুর্মু। সকালবেলায় প্রতিবেশীরা দরজা বন্ধ দেখে খোঁজ নেই। তখনই প্রতিবেশীরা বাড়ির ভেতর মায়ের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে গোয়ালতোড় থানায় খবর দেয়। অভিযুক্ত ছেলেকে আটকে রাখে।
গোয়ালতোড় থানার পুলিশ এসে মৃত অবস্থায় উদ্ধার করে হিরা মুনি মুর্মু কে ঘটনাস্থল থেকে উদ্ধার রক্তাক্ত কুড়াল। অভিযুক্ত ছেলেকে আটক করেছে গোয়ালতোড় থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজের পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।