কাশ্মীরি ফুটবলারদের হারিয়ে জয়ের হাসি হাসল মোহনবাগান


বুধবার,২১/১১/২০১৮
600

বাংলা এক্সপ্রেস---

মোহনবাগানের এই ম্যাচটি নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। কি হবে এই ম্যাচের স্কোর? কেমন খেলতে পারবেন তারকা ফুটবলাররা ? যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে শেষ হাসি হাসল মোহনবাগান। ডিকার গোলে বাজিমাত করল মোহনবাগান । তবে প্রথমার্ধের খেলায় মোহনবাগান মোটেও সৃজনশীলতার পরিচয় দিতে পারেনি। বল বেশিরভাগ সময়েই ঘোরাফেরা করল এপ্রান্ত থেকে ওপ্রান্তে। রিয়েল কাশ্মীরের আক্রমণে বড় ভরসা হতে চলেছেন নোহেরে ক্রিজো।

শতাব্দীপ্রাচীন এই ক্লাবকে নিয়ে রয়েছে অনেক ভরসা, অনেক ভাবনা। ঐ পরিবেশে যেভাবে নিজেদের দলকে মেলে ধরলেন মোহনবাগান দল তা সত্যি কৃতিত্বের দাবী রাখে। এছাড়া এমন ম্যাচে বাড়তি চাপ থাকে সেই চাপ কাটিয়ে জয় ছিনিয়ে নিল মোহনবাগান। ডিকা এদিন প্রথম থেকেই ছন্দে ছিলেন, অন্যরকম পরিবেশে তিনি যথা সময়ে নিজেকে মেলে ধরেছিলেন। এদিন বহু সবুজ মেরুন সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মত। সব মিলিয়ে এক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকল ভূস্বর্গ কাশ্মীর।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট