নুরে আলম চাইল্ড ডেভালপমেন্ট নার্সারি স্কুলের বার্ষিক বিশ্ব নবী দিবস উদযাপন অনুষ্ঠানে সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাষ্ট এর রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান বিশ্ব নবী স্মৃতি সম্মাননা পান। তিনি সম্মান পাওয়ার পর প্রতিক্রিয়া বক্তব্যে জানান যে আমাকে যে সম্মান প্রদান করা হলো তার যোগ্য আমি নই।তবুও কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাবো যে আমাকে সম্মান দিলো আমি মনে করি আমাকে শুধু সম্মান জানাইনি আমাদের সিরাত পরিবারের সম্মান জানিয়েছে। তিনি আরো বলেন।
বিশ্বশান্তি, ন্যায় ও মানব কল্যাণের পথ প্রদর্শক মহানবী (সাঃ) এর জন্মদিবসে সকলের জীবন হয়ে উঠুক শান্তিময় এবং আনন্দমুখর। বিশ্ব ভাতৃত্ব ও সৌহার্দের আবহে আরো সমৃদ্ধ হয়ে উঠুক আগামী দিন গুলো।বক্তব্য রাখেন, স্কুলের প্রতিষ্ঠিতা, বিশিষ্ট শিক্ষক আব্দুর রহমান, প্রধান শিক্ষিকা রেহেনা পারভিন, আব্দুল আজিজ আনসারী, রিয়াজুল ইসলাম, মাহবুবুর রহমান প্রমুখ। স্কুলের ছাত্রছাত্রীদের কেরাত, নাত, ইসলামী সংগীত, পর্দার গুরুত্ব নিয়ে মোকালামা, ক্যুইজ ইত্যাদি বিষয়ে পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো।