রক্তদান শিবির ও সম্প্রীতি সমাবেশ


বুধবার,২১/১১/২০১৮
644

বাংলা এক্সপ্রেস---

মজলিশপুরঃ বোয়ালঘাটা সোসাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটি র প্রথম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির ও সম্প্রতি সমাবেশ। উক্ত অনুষ্ঠানে সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাষ্টের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খানকে “সমাজসেবা সম্মাননা” প্রদান করা হয়। ক্লাব সম্পাদক মিরাজুল ইসলাম, সভাপতি মহাব্বুল ইসলাম বলেন, আমরা খুব কষ্ট করে ক্লাব টা সাজালাম, এলাকার অসহায়, দুঃস্থ, নিপিড়ীত মানুষের কল্যানে কাজ করার লক্ষ্য নিয়ে ক্লাব তৈরি করা হলো। ক্লাবের অন্যতম সদস্য কবিরুল ইসলাম বলেন মহিলা ও পুরুষ মিলে মোট ১০০ জন রক্তদান করেন তার বেশি লোকের রক্ত দিতে আসলেও ডাক্তারদের ক্যাপাসিটি না থাকায় ফিরে যেতে হয়।

রক্তদানের অনুষ্ঠানে কবিতা, সঙ্গিত, আবৃত্তি পাঠ, ক্যুইজ অনুষ্ঠিত হয়। সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান পাওয়ায় প্রতিক্রিয়া জানান, আমি এই সম্মান পাওয়ার উপযুক্ত যোগ্য নই। তবুও বোয়ালঘাটা ক্লাবের আন্তরিকতাকে সাধুবাদ জানাতে এই সম্মান গ্রহণের সিদ্ধান্ত নিলাম। এই সম্মান, আমার একার নয়। এই সম্মান গোটা সিরাত পরিবারেকে সম্মানিত করেছে। তিনি আরো বলেন, দেশ রক্তের সংকটে ভুগছে, অহরহ মানুষ রক্তের অভাবে মারা যাচ্ছে এবং মানুষ ফিতনা,ফ্যাসাদ, কলহ, হিংসার মতো মারাত্মক ভয়াবহ পরিস্তিতির স্বীকার হচ্ছে দৈনন্দিন। তাই এরকম সংকটের মুহুর্তে সোসাইটির রক্তদান শিবির ও সম্প্রীতি সভার আয়োজন যথেষ্ট ইতিবাচক ভুমিকা পালন। এছাড়া বক্তব্য রাখেন সিরাতের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি আব্দুল আজিজ আনসারী, শাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহারা পারভিন বিবি,সমাজসেবী জিয়াউল ইসলাম, হাসানুর মোল্লা , সিরাতের বারাসাত সম্পাদক রিয়াজুল ইসলাম, সেখ ওয়াসিম আক্তার, শাসন থানার ও.সি ফয়সাল বিন আহমেদ, সাহানুর আলম,রিয়াজুল ইসলাম, শিক্ষক রেজাউল করিম প্রমুখ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট