জমি হস্তান্তরের দাবিতে মঙ্গলবার ইসলামপুর থানা ঘেরাও করে আদিবাসীরা


মঙ্গলবার,২০/১১/২০১৮
485

বাংলা এক্সপ্রেস---

ইসলামপুর : জমি হস্তান্তরের দাবিতে মঙ্গলবার ইসলামপুর থানা ঘেরাও করে আদিবাসীরা। যদিও জমির বিষয়ে সঠিক তথ্য সংগ্রহ করার কারণে প্রশাসনকে আগামী সোমবার পর্যন্ত সময় দেওয়াতে আদিবাসীরা তাদের ঘেরাও তুলে নেয়। জানা গিয়েছে, ইসলামপুর থানার চোপড়াঝাড় মৌজায় রুহিয়া গ্রামে ১২ বিঘা জমি ট্র্যাইবেল ল্যান্ড হিসেবে বাগান মূর্মুর নামের রয়েছে। যদিও স্থানীয় মোহাম্মদ জালাল ওই জমিকে নিজের বলে দাবি করছেন। এই অবস্থায় এদিন আদিবাসীরা তাদের জমির দখল নেওয়ার জন্য রুহিয়া গ্রামে যাবেন বলে ঠিক করেছিলেন।

কিন্তু পরে ম্যাজিস্ট্রেটের আবেদনে সাড়া দিয়ে ইসলামপুর থানার পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করেন। প্রশাসন জমির তথ্য সংগ্রহের জন্য আগামী সোমবার পর্যন্ত সময় চেয়েছেন। আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে প্রশাসনকে এই সময় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে আগামী সোমবারের পর যদি বাগান মুর্মু তার জমি ফেরত না পায় বা জমির দখল না পায় তাহলে তারা নিজ ক্ষমতায় তাদের জমির দখল নেবে এবং আগামী দিনে ইসলামপুর মহকুমা এলাকায় যত ট্রাইবেল ল্যান্ড অন্য লোকের দখলে রয়েছে সেই জমি গুলি নিজেদের দখলে নিতে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুমকি দিয়েছে আদিবাসীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট