পশ্চিম মেদিনীপুর: কেশিয়াড়ি থানার বাঘাস্তি এলাকার ঘটনা। মৃতার নাম মন্দিরা সাউ(২৪)। পুলিশ মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতার বাপের বাড়ির লোকজন স্বামী অনুরূপ, শ্বশুর পরেশ ও শাশুড়ি জয়ন্তীর নামে কেশিয়াড়ি থানায় অভিযোগ দায়ের করেছে। জানা গেছে বাঘাস্তি গ্রাম পঞ্চায়েতের ঝাড়েশ্বর পুর গ্রামের বাসিন্দা অনুরূপ ও কেশিয়াড়ির পচাখালির বাসিন্দা প্রদীপ পাত্রের মেয়ে মন্দিরার সঙ্গে চারবছর আগে বিয়ে হয়।
অভিযোগ কারনে অকারণে নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন। জানা গেছে সোমবার বাড়িতে শাশুড়ি ও বৌমা ছিলেন। অভিযোগ সেই সময় শাশুড়ি ও বৌমার মধ্যে ঝগড়াঝাটি হয়। মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ শাশুড়ি কেরোসিন তেল ঢেলে মন্দিরাকে পুড়িয়ে মারার চেষ্টা করে। গায়ে আগুন লাগিয়ে দেয়। জানাজানি হতে পরে খবর পেয়ে বাপের বাড়ির লোকজন এসে আহতকে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেও অবস্থার অবনতি হলে ওড়িশার বালেশ্বর নিয়ে যাওয়া হয় সোমবার রাতে। পথেই তার মৃত্যু হয়।