উঃ ২৪ পরগণা: দু’টি কাচের জার ভর্তি সাপের বিষ-সহ তিন জনকে গ্রেফতার করা হল গতকাল উঃ ২৪ পরগণার বারাসাত থেকে । কয়েকদিন আগে খবর আসে বাংলাদেশ সীমান্ত দিয়ে সাপের বিষ পাচার হয়ে ভারতে ঢুকেছে। কয়েক জন পাচারকারী সেই বিষ উত্তর ২৪ পরগণার বারাসতে নিয়ে আসবেন। সেখানেই ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে হাতবদল হবে ওই বিষের। সেই খবর অনুযায়ী ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো , সিআইডি ও বনবিভাগের একটি যৌথ তদন্তকারী দল গতকাল রাতে বারাসতের ময়না এলাকায় হানা দিয়ে তিনজন যুবককে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে দু’টি কাচের জারে সাপের বিষ পাওয়া গিয়েছে এবং এই অপরাধে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও আটক করা হয়েছে।
দু’টি কাচের জার ভর্তি সাপের বিষ-সহ তিন জনকে গ্রেফতার
মঙ্গলবার,২০/১১/২০১৮
488
বাংলা এক্সপ্রেস---