পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গঠন ঘিরে ধুন্ধুমার দাঁতন ২ ব্লক, পথ অবরোধ ধনেশ্বরপুরে

পশ্চিম মেদিনীপুর: পঞ্চায়েত সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ নির্নয় ঘুরে উত্তপ্ত দাঁতন ২ ব্লক।বেলদা থানার ধনেশ্বরপুরের কাছে পথ অবরোধ নির্বাচিত পঞ্চায়েত সমিতির প্রার্থি ইফতেকার আলির অনুগামীদের।প্রসঙ্গত দাঁতন ২ নম্বর ব্লকের নির্দল প্রার্থী হিসাবে তৃণমূলের মনোনীত প্রার্থী কে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে জয় যুক্ত হন ইফতেখার আলী । তবে ভোট প্রক্রিয়ার পরেই তৃণমূল দলের পদস্থ নেতৃত্বের আওহানে নির্দল প্রার্থী থেকে তৃণমূলে যোগদান করেন তিনি এবং ব্লক সভাপতি হিসাবে নির্বাচিত হন দুর্গেশ নন্দ।

সূত্রের খবর ব্লক তৃণমূল থেকে ইফতেকার আলিকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত করা হবে বলে মনোনীত ছিলেন।সেইমত আজ দাঁতন ২ ব্লকের পঞ্চায়েত সমিতি গঠনে উপস্থিত হয়ে ইফতেকার আলি উপলব্ধি করেন যে তার নির্বাচিত পদটি বাতিল করা হয়েছে।পাশাপাশি জানতে পারেন এই পদ পরিবর্তনের পেছনে তৃণমূল দলেরই ব্লক সভাপতি দুর্গেশ নন্দের হাত রয়েছে। এই সিদ্ধান্ত মেনে না নিয়ে ইফতেকার আলি ও তার অনুগামীরা বেলদা দীঘা রাজ্যসড়ক অবরুদ্ধ করে। ফলে দীর্ঘক্ষন রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়ে একাধিক গাড়ি। বেশ কিছুক্ষন স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। ঘটনাস্থলে পৌঁছায় জোড়াগেড়িয়া ফাঁড়ি ও বেলদা থানার বিশাল পুলিশবাহিনী।

সেক ইফতেকার আলি জানান-“দূর্নীতির বিরুদ্ধে আমরা ভোটের লড়াইয়ে নেমেছিলাম। দুর্গেশ নন্দ তার দূর্নীতি ধরা পড়ে যাওয়ার ভয়ে পদ দেয়নি তাই নির্দল হয়ে দাঁড়িয়ে বিপুল ভোট পেয়েছিলাম। কিন্তু ব্লক সভাপতি দুর্গেশ নন্দ জেলার নির্দেশ অমান্য করছে এলাকায় গোষ্ঠী সৃষ্টি করছে,দূর্নীতি করতে চাইছে। আজ ও গিয়ে দেখালাম একই অবস্থা তাই আমার আনুগামীরা এই সিদ্ধান্ত নেয়। জেলার নির্দেশ মত অবরোধ তুলে নেওয়া হয় এবং জনস্বাস্থ্য পদে নির্বাচন স্তগিত রয়েছে।”

জানা গিয়েছে সোমবার রাত্রে এক মুখ বন্ধ খামে স্থায়ি কর্মাধ্যক্ষের নাম আসে। কিন্তু জেলার কোন নির্দেশ না শুনে ব্লক সভাপতি একক উদ্যোগে সব পরিবর্তন করেছে। ফলে রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেয় ইফতেকার আলি ও তার অনুগামীরা।পরে ফোনে তৃণমূল দলের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশমত এবং ব্লক প্রশানের কথা মত তিনি অবরোধ তুলে নেন। নিজে দাঁড়িয়ে যান চলাচল নিয়ন্ত্রন করেন। সুত্রের খবর, দাঁতন ২ ব্লকের এই জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পদ গঠন প্রক্রিয়া বন্ধ থাকবে। অবরোধ উঠে গেলেও এলাকায় উত্তেজনা রয়েছে। পদ নিয়ে তৃণমূল-তৃণমূল এর মধ্যেমত বিরোধ এবং পথ অবরোধ,তবে কি ব্লকে গোষ্ঠী তৈরি হচ্ছে এমনই কিন্তু মত বিরোধী দলের। তবে এই প্রসঙ্গে কোন মন্তব্য পাওয়া যায়নি ব্লক সভাপতি দুর্গেশ নন্দের ।

Susmita Sarkar

Share
Published by
Susmita Sarkar

Recent Posts

মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কড়া নজর: পর্যালোচনা বৈঠকে অমিত শাহ

মণিপুরের ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে…

2 hours ago

আদিবাসী সমাজের উন্নয়ন: প্রকল্প পর্যালোচনায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিশেষ বৈঠক

আদিবাসী সমাজের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করতে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা…

2 hours ago

হাওড়া-ধর্মতলা মেট্রোতে ট্রেনের সংখ্যা বাড়ছে, কমছে অপেক্ষার সময়

যাত্রীদের সুবিধার্থে এবং সকাল ও সন্ধ্যার অফিসের ব্যস্ত সময়ে যাত্রী ভিড় সামাল দিতে মেট্রো রেল…

2 hours ago

রবীন্দ্র সেতুর স্বাস্থ্য পরীক্ষা: শনিবার রাতে যান চলাচল বন্ধ থাকবে

কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…

3 days ago

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব বিতরণের টাকা অন্য অ্যাকাউন্টে, তদন্তে সিট গঠন করল কলকাতা পুলিশ

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…

4 days ago

দক্ষিণ ২৪ পরগনার নামখানায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল, বিজেপির বিক্ষোভে ধস্তাধস্তি

দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…

4 days ago