ঝাড়গ্রাম জেলায় পালিত় হচ্ছে ২২ তম জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ


মঙ্গলবার,২০/১১/২০১৮
422

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলায় শোভাযাত্রা মাধ্যমে ২২ তম জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালিত হল। জেলাস্তরীয় এই অনুষ্ঠানটি হয় ঝাড়গ্রাম শহরে।ঝাড়গ্রাম ফরেস্ট রেঞ্জ অফিস হলে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুকুমার হাঁসদা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কৌশিককুমার পাল, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, দপ্তরের জেলার উপ-অধিকর্তা কুশলকুমার পাল, দপ্তরের সহ-অধিকর্তা চঞ্চল দত্ত প্রমুখ। এদিন অনুষ্ঠান উপলক্ষে একটি র‌্যালির আয়োজন করা হয়।

এই অনুষ্ঠান এর মাধ্যমে জানা গিয়েছে, এবার ঝাড়গ্রাম জেলা রাজ্যের মধ্যে ডিম ও মাংস উৎপাদনে মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। গত ১৩ থেকে ১৯ পর্যন্ত ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লক জুড়ে অনুষ্ঠান হয়েছে। দপ্তরের ঝাড়গ্রাম জেলার সহ-অধিকর্তা চঞ্চল দত্ত বলেন, প্রাণী পালনই গ্রামে আগামী দিনে বিকল্প আয়ের পথ হতে চলেছে। গ্রামীণ অর্থনৈতিক বিকাশে প্রাণী সম্পদের ভূমিকা নিয়ে একটি আলোচনা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট