আব্রাহামের ছবি ক্যামেরাবন্দি করতেই ঘটল বিপদ


মঙ্গলবার,২০/১১/২০১৮
818

পিয়া গুপ্তা---

তারকাদের ছেলে মেয়ে প্রায়ই হয়ে ওঠে সকল ফটোগ্রাফারদের ছবি তোলার কেন্দ্র বিন্দু। তাদের কোনো রকম অবস্থাতে দেখলে সকলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। তবে সব সময় তারকা সন্তানরা যে সেটা হাসিমুখে মেনে নেন তা নয়। বারবার তাদের ছবি ভাইরাল হতেই রেগে ফুলে ফেঁপে উঠে তারকা সন্তানরা। ছবি তুলতে গিয়ে এবারে রেগে ফুলে ফেঁপে উঠলে শাহরুখের ছেলে আব্রাহাম। সম্প্রতি এক অনুষ্ঠান থেকে ফিরে আসার পথেই শাহরুখ খানের ছোট ছেলে আব্রাহামের ছবি ক্যামেরাবন্দি করতেই ঘটল বিপদ।

সকল আলোকচিত্রীদের একসাথে আব্রাহামের ছবি তুলতে আব্রাহাম ভয়ে জড়োসড়ো হয়ে গেল এবং ছবি তুলতে বারন করলো সকলকে। সম্প্রতি অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যা বচ্চনের সপ্তম জন্মদিন পালন করা হল। এই পার্টিতে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় সমস্ত তারকা সন্তানদের দেখা গেল। জন্মদিন পার্টিতে গিয়েছিলেন শাহরুখের ছেলে আব্রাহাম। যে পার্টি থেকে মজা করে ফিরে আসার পরই হঠাৎ আলোকচিত্রীরা শাহরুখ ছেলেকে গাড়ি চতুর্দিকে ঘিরে ফেললেন আর তাতেই ঘটল বিপদ। আলোকচিত্রীদের বারণ করা সত্ত্বেও ছবি তুলতে গেলেই নিমিষেই চিৎকার-চেঁচামেচি বিরক্ত হয়ে ওঠে আব্রাহিম।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট