ভারতীয় দলের অধিনায়ককে নিয়ে এর আগেও এই পরিস্থিতির সন্মুখীন হতে হয়েছে। বিরাটের রনং দেহী মেজাজ ভারতীয় ক্রিকেটে অচেনা নয়। ২২ গজে তিনি অনেকবার তার মেজাজ হারিয়েছেন। এবার অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল, সেখানেও কি একি মেজাজে দেখা যাবে ভারতীয় দলের অধিনায়ককে। এর আগেও তিনি অস্ট্রেলিয়া সফরে বারবার বাদুনবাদে জড়িয়েছেন। বাইশ গজ উত্ত্বপ্ত হয়েছে তার রনং মেজাজে । গত অস্ট্রেলিয়া সফরেই মিচেল জনসনের সঙ্গে বিরাটের দ্বৈরথ ছিল অন্যতম আলোচ্য বিষয়। গোটা সিরিজ জুড়েই বাইশ গজ উত্তপ্ত ছিল দুই তারকার বাদানুবাদ। এ বার সেই বিতর্ক এড়াতে চাইছে ভারতীয় বোর্ডও। বাইশ গজে এবার কি তাহলে অন্য মেজাজে দেখা যাবে বিরাটকে তা সময়ইবলবে।
বিরাটের দ্বৈরথ নিয়ে উত্তেজনা তুঙ্গে
মঙ্গলবার,২০/১১/২০১৮
585
শুভ বিশ্বাস---