“কেমন আছে তিলোত্তমা কলকাতা”


মঙ্গলবার,২০/১১/২০১৮
8320

বাংলা এক্সপ্রেস---

এই শহরের বুকে জড়িয়ে রয়েছে অজস্র সৃতি। রয়েছে বাকরুদ্ধ করা কাহিনী। চেনা শহর অচেনা মেজাজে। চেনা গলি, রাস্তা ঘাট, রোজকার অফিস, জ্যাম, ছাপোশা আমার আপনার জীবনের মধ্য জড়িয়ে রয়েছে রুপকথার এই শহর। নন্দন হোক বা হাওড়াব্রিজ, কফি হাউস বা সি সি ২ সব কিছু জূরে রয়েছে এই শহর। অজস্র মানুশের হাহাকার, রোজকার জীবনের চিরাচরিত যন্ত্রনা নিয়ে হেটে চলা অবিরাম।

তবুও এই শহর ভুলিয়ে দিতে পারে তার শোভা দিয়ে আপনার মন। চায়ের ঠেক বা কেরামবোর্ড সবে মিলে এক আমার শহর। এই শহরের বুকে প্রতিদিন মানুষ বাধছে ঘর, গড়ছে জীবন, বুনছে স্বপ্ন। গড়িয়াহাট হোক বা শ্যাম বাজার এর ভিড়, শীতে কুয়াশা মাখা ভোর, ও নতুন প্রভাতের হাতছানি নিয়ে দাঁড়িয়ে আমার শহর। আনন্দের শহর, ভালোবাসার শহর, রুপকথার শহর তিলোত্তমা কলকাতা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট