অক্সিজেন পার্লার করার সিদ্ধান্ত উত্তরপাড়া পুরসভার


সোমবার,১৯/১১/২০১৮
506

বাংলা এক্সপ্রেস---

যত দিন যাচ্ছে দূষন বারছে। পরিবেশ বিদরাও চিন্তিত দূষন নিয়ে। দেশের রাজধানীর দূষন মাত্রা ছারিয়েছে। দূষনের ফলে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে পথ চলতি মানুষের। দূষন থেকে ছার পাচ্ছে না আট থেকে আশি। আর এই অবস্থায় সবচেয়ে বেশি প্রয়োজন হয় বিশুদ্ধ বাতাসের। কিন্তু গাছ কমে যাওয়া ইট কাঠের জঙ্গল শহরাঞ্চলে গাড়ির ধোঁয়ায় বিশুদ্ধ বাতাস পাওয়ায়ই মুশকিল। তাই প্রয়োজন একটু অক্সিজেনের। কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেলে অথবা শ্বাসকষ্ট শুরু হলেও প্রয়োজন পরে অক্সিজেনের।

আবার কাউকে হয়তো নিয়মিত অক্সিজেন নিতে হয়। ছুটতে হয় নার্সিংহোম বা হাসপাতালে। অনেক সময় অক্সিজেন পেতে অসুবিধা হয়। মানুষের প্রয়োজন প্রবীন নাগরিকদের কথা ভেবে অক্সিজেন পার্লার করার সিদ্ধান্ত নেয় উত্তরপাড়া পুরসভা। আজ থেকে পথচলা শুরু করল সেই অক্সিজেন পার্লার। উত্তরপাড়া সোমনাথ শিশু উদ্যানে যার আনুষ্ঠানিক উদ্বোধন হল। চারটি চেয়ারে একসঙ্গে অক্সিজেন নিতে পারবেন পার্লারে। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকনে পার্লার। আধ ঘন্টার জন্য ৫০ টাকা এক ঘন্টার জন্য ৮০ টাকা দিতে হবে গ্রহিতাকে। পার্কের মধ্যে মনোরম পরিবেশে অক্সিজেন নিয়ে চাঙ্গা হয়ে উঠছেন অনেকে। হাতের কাছে অক্সিজেন পার্লার পেয়ে খুশি উত্তরপাড়ার বাসিন্দারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট