চন্দননগরের ভারপ্রাপ্ত এ সি যে এম চন্দ্রানী চক্রবর্তীরর গাড়ি আটকে হেনস্থার অভিযোগ মানকুন্ডু নতুনপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করে চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেন বিচারক। সূত্ মদ্যপ অবস্থায় বিচারকের গাড়ির সামনে অশালীন আচড়ন করেন। ঘটনার নিন্দা করে দোষীদের কঠোর শাস্তি দাবী করেছে তৃণমূলের একাংশ। সোমবার বিচারকদের ফোরাম মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন গোটা ঘটনায়।
এ সি যে এম চন্দ্রানী চক্রবর্তীরর গাড়ি আটকে হেনস্থার অভিযোগ
সোমবার,১৯/১১/২০১৮
458
বাংলা এক্সপ্রেস---