গঙ্গা মিশনের উদ্যোগে মেগা মেডিক্যাল ক্যাম্প শ্রীরামপুরে


সোমবার,১৯/১১/২০১৮
716

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: সামাজিক কর্মকান্ডে রাজ্যের জেলায় জেলায় ধারাবাহিক ভাবে নিয়োজিত রয়েছে গঙ্গা মিশন। গঙ্গাকে দূষণ মুক্ত করতে গোটা দেশ জুড়েই চলছে প্রচারাভিযান। সেই সঙ্গে সেবামূলক কাজেও কর্মসূচি পালিত হচ্ছে। সেই ধারাবাহিতাকতা বজায় রেখে রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় রবিবার হুগলি জেলার শ্রীরামপুর ব্লকের নেতাজী গার্লস হাই স্কুলে মেগা মেডিক্যাম্প অনুষ্ঠিত হল।

স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, ইসিজি সহ স্বাস্থ্য বিষয়ক যাবতীয় পরীক্ষা করতে হাজির হয়েছিলেন কয়েক হাজার সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গা মিশনের রাষ্ট্রীয় মহাসচিব প্রহ্লাদরায় গোয়েঙ্কা সহ বিশিষ্টজনেরা। এদিন স্থানীয় বেশ কয়েকটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাতে পরিশুদ্ধ পানীয় জলের মেশিন তুলে দেওয়া হয় গঙ্গা মিশনের তরফ থেকে। রাষ্ট্রীয় ক্ষত্রিয় সমাজের প্রতিনিধিরাও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট