পশ্চিম মেদিনীপুরে উদ্ধার হায়না


শনিবার,১৭/১১/২০১৮
519

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: বাঘের পর এবার হায়নার দেখা মিলল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লকের ডহরপুর গ্রামে । হায়নার আতঙ্ক ছড়াল নারায়ণগড়ের ডহরপুরে। শনিবার সকালে এলাকায় ঘুরতে দেখেন এলাকাবাসীরা। এলাকাবাসীদের দাবি জন্তুটি সামান্য আহত ছিল। ট্রেনের ধাক্কায় আহত হয় বলেই অনুমান। নারায়ণগড়ের বেল্টির জঙ্গল থেকে এদিন ভোরে হায়নাটি ডহরপুরে ঢোকে।

এলাকাবাসীরা জানতে পেরে ঘিরে ধরে জ্যান্ত অবস্থায় ধরে ফেলেন হায়নাটি। খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতর আহত হায়নাটি হিজলি রেঞ্জে নিয়ে যায়। সেখানেই তার চিকিৎসা হবে বলে বন দফতর সূত্রে খবর। নারায়ণগড় ওকে কেশিয়াড়ির মাঝের জঙ্গলে বেশ কিছুদিন ধরে হাতির তান্ডব চললেও হায়নার দেখা এ যাবতকালে মেলেনি বলেই দাবি গ্রামবাসীদের । কিন্তু শনিবার সকালে হঠাৎ হায়নার হানায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট