শীত প্রেমীদের কাছে অ্যাডভেঞ্চার কিন্তু দার্জিলিং


শনিবার,১৭/১১/২০১৮
6932

শুভ বিশ্বাস ---

বঙ্গে শীতের আগমন, এই শীতের আনন্দ লুটে নিতে বেরিয়ে পরতে পারেন দার্জিলিং। শীতের আমেজ বাইরে উত্তরে হাওয়া এই উইকেন্ডে বেরিয়ে পরুন দার্জিলিং এর উদ্দেশ্য। দার্জিলিং শহরে সব মানের হোটেল আছে। গচ্ছা দিতে না চাইলে দালাল এড়িয়ে নিজে হোটেল ঠিক করুন। তবে ঠিক করার আগে জেনে নিন গরম জল আর রুম হিটারের ব্যবস্থা আর বেড়ানোর জন্য জিপসহ তাৎক্ষণিক সেবা সম্পর্কে। দারজিলিং মানে ফুরফুরে মেজাজ, আছে বেড়ানোর সুন্দর জায়গা শুধু তাই নয় সাথে পছন্দের শহরেরে সাথে জড়িয়ে রয়েছে অজস্র মনমুগ্ধকর পরিবেশ।

দার্জিলিং এর যে যে জায়গা গুলি দেখতে যেতে পারেন সেগুলি হল খুব ভোরে ৮ হাজার ৩’শ ফুট উঁচু টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় চূড়ায় সূর্যোদয়ের অসাধারণ দৃশ্য, বিখ্যাত ঘুম স্টেশান, সৃতি সৌধ বাতাসিয়া লুপ, দার্জিলিং এর গোরখা স্টেডিয়াম, দার্জিলিং মিউজিয়াম, জাপানিজ টেম্পেল, হিমালয় কন্যা দার্জিলিং ভিক্টরিয়া ফলস। তাই এবার শীতে পরিবার নিয়ে একবার বেরিয়ে আসতেই পারেন দার্জিলিং।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট