বাংলা সিনেমা জগতে যে সকল ব্যাক্তি ব্যোমকেশ চরিত্রে অভিনয় করেছেন তাঁর মধ্যে অন্যতম সেরা অভিনেতা হলেন আবীর, তা অকপটে বললেন পরিচালক অরিন্দম শীল। ধুতি পাঞ্জাবি পরেও যে দুধর্ষ গোয়েন্দা হওয়া যায় সেটা শরদিন্দুবাবু প্রমান করে ছেড়েছেন। ব্যোমকেশ বক্সী কিশোরদের জন্য সৃস্ট চরিত্র নয়, বড়দের জন্যই। ‘ব্যোমকেশ সমগ্র’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ বাংলা সাহিত্যের এক অতি প্রিয় চরিত্র ব্যোমকেশ বক্সী।
বাংলা শিশুসাহিত্যের দুই বিখ্যাত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী ও ফেলুদার ভূমিকাতেও অভিনয় করেছেন আবির। আবির বাংলা সিনেমাজগতে ব্যোমকেশ চরিত্রে অভিনয় করে যেভাবে সাফল্যে পেয়েছেন তা এককথায় অনস্বীকার্্য। শুধু তাই নয় অরিন্দম শীলের ছায়াছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে গোয়েন্দা প্রেমীদের। বর্তমানে টলিউডে তাঁর মুখ অতিপরিচিত। এমন তারকার অভিনয় দেখে মুগ্ধ স্বয়ং পরিচালক অরিন্দম শীল।