বিনয় , বাদল, দীনেশ এবার সিনেমার পর্দায়


শনিবার,১৭/১১/২০১৮
2110

বাংলা এক্সপ্রেস---

বর্তমানে নানান অন্য স্বাদের গল্প নিয়ে হচ্ছে নানান ছবি। বদলাচ্ছে সিনেমার গল্পের প্লট। এবার তাই একেবারে অনযধারার ছবি আসতে চলেছে বাংলা সিনেমায়। সুত্রের খবর গোয়েন্দা চরিত্রের পর এবার অঞ্জন দত্ত বাংলা সিনেমায় রাইটার্স বিল্ডিং অভিযান নিয়ে সিনেমা বানাতে চলেছেন। এই গল্পের অন্যতম চরিত্র হল বিনয়, বাদল, দিনেশ প্রমুখ। ইতিহাসের পাতায় যে সকল কাহিনী আমরা এতদি জেনে এসেছি তা এবার সিনেমার পর্দায় ।

এই সকল চরিত্রে অভিনয় করতে চলেছেন অর্জুন, আবীর , আনির্বান। সব মিলিয়ে এক ঐতিহাসিক মুহুর্ত ভেসে আসতে চলেছে বাংলা চলচিত্রে। এবার শীতে একেবারে অন্যধারার ছবি নিয়ে আসতে চলেছেন পরিচালক। শুধু তাই নয় বাংলার নবজাগরন থেকে স্বদেশী আন্দোলনের নানান দৃশ্য ফুটে উঠবে সিনেমার পর্দায়। সেই সময়ে বাংলার তিন বিপ্লবী বিনয় বাদল দীনেশের রাইটার্স অভিযানকে নিয়ে এই চলচিত্র নির্মিত হচ্ছে বলে সুত্রের খবর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট