পুনরায় কাজে বহাল করার দাবিতে জেলাশাসককে স্মারকলিপি জমা দিল ৪৩০জন সিভিক ভলানন্টিয়ার


শনিবার,১৭/১১/২০১৮
419

বাংলা এক্সপ্রেস---

মুর্শিদাবাদঃ কর্মচ্যুতি সিভিক ভলানন্টিয়ারদের পুনরায় কাজে বহাল করার দাবিতে জেলাশাসককে স্মারকলিপি জমা দিল মুর্শিদাবাদের ৪৩০জন সিভিক ভলানন্টিয়ার। শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার প্রায় ৪৩০জন সিভিক ভলানন্টিয়ার পুনরায় কাজে বহালের দাবি নিয়ে একসাথে হয়ে গোটা বহরমপুর শহর জুড়ে মিছিল করে। শেষে জেলাশাসকের দফতরের এসে স্মারকলিপি জমা দেয়।

একজন সিভিক ভলানন্টিয়ার জানান যে মুর্শিদাবাদ জেলায় প্রায় ৬হাজার সিভিক ভলেন্টিয়ার আছে। তাদের মধ্যে ৪৩০জন সিভিক ভলানন্টিয়ারকে কিছু না জানিয়ে কাজ থেকে বসিয়ে হয়। তাদের বলা হয় জেলা প্রয়োজন পরলে তাদের ডেকে নেওয়া হবে। কিন্তু বেশ কিছুদিন হয়ে গেলেও তাদেরকে ডাকা হচ্ছে না। তারা মানসিক ও অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার প্রায় ১১টি থানার সিভিক ভলানন্টিয়ারদের সঙ্গে এই ধরনের ব্যাবহার করা হয়েছে। অনেক চেষ্টা করেও কোন ফল হয়নি। তাই বাধ্য হয়ে জেলাশাসকের দ্বারস্ত হতে চলেছে তারা।  তাদের একটাই দাবি তাদেরকে পুনরায় কাজে বহাল করা হোক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট