ভারতের ইতিহাসে তাঁর নাম আজও শ্রদ্ধার সাথে স্মরনীয়। ১৮৭৫ সালে ১৫ই নভেম্বর তিনি জন্মগ্রহন করেন। আদিবাসী বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন তিনি। ভারতের রাঁচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক। তৎকালীন ব্রিটিশ শাসকদের অত্যাচার-অবিচারের ক্ষুব্ধ হয়ে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। বিদ্রোহীদের কাছে তিনি বিরসা ভগবান নামে পরিচিত ছিলেন। ভারতে ব্রিটিশ বিরোধী শশস্ত্র আন্দোলনে তিই সামিল ছিলেন। এই মহান মানুষের জন্মদিনে তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
আজ বীরসা মুন্ডার জন্মদিন
বৃহস্পতিবার,১৫/১১/২০১৮
638
শুভ বিশ্বাস---