আসাম নিয়ে কটুক্তি তে ক্ষমা চাইতে হবে করণ জোহার কে


বৃহস্পতিবার,১৫/১১/২০১৮
857

পিয়া গুপ্তা---

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো “ইন্ডিয়াস গট ট্যালেন্ট”। এই শোর বিচারক চলচ্চিত্র পরিচালক করণ জোহর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আসাম নিয়ে একটি কটুক্তি করে বসেন কারান জোহার। অসম নিয়ে মন্তব্য করেই বিপাকে করণ জোহার।নেটিজেনদের অভিযোগ, আসামিদের নিয়ে ‘কটূক্তি’ করেছেন করণ। অভিযোগ, সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে করণ জোহর আসাম রাজ্যের অধিবাসীদের অনুভূতিতে আঘাত হেনেছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে করণ আসামের ঐতিহ্যবাহী টুপি ‘জাপ্পি’ নিয়ে আলোচনা করেন এবং ওই টুপি নিয়ে ‘অসংবেদনশীল’ মন্তব্য করেন। এতেই খেপে ওঠে সোশ্যাল মিডিয়া। অসাম নিয়ে এমন একটি বিতর্ক মন্তব্যের জন্য প্রতিবাদে সরব হয়েছেন বহু মানুষ এরা।

এবারে করণ এর বিরুদ্ধে প্রতিবাদে নামে মাহিকা শর্মা তিনি বলেন, ‘করণ জোহর স্যার, আমি আপনাকে নিঃশর্তভাবে শ্রদ্ধা করি। আপনার কাজ পাগলের মতো ভালোবাসি। অন্যদের মতো আমিও আপনার সঙ্গে কাজ করতে চাই। সেই প্রথম থেকে এখনো আপনি কঠোর পরিশ্রম করছেন, এটাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমিও আসাম রাজ্যের সন্তান। আর সব সন্তানের মতোই আমিও আমার মায়ের অপমান সইতে পারছি না। ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত, প্রত্যেক ভুলেরই একটা শাস্তি আছে, যাতে তার পুনরাবৃত্তি না হয়। তাই আমি মনে করি, আমার আসাম একমাত্র তখনই আপনাকে ক্ষমা করতে পারে, যদি আপনি জাপ্পি (আসামী ও উত্তর-পূর্ব ভারতের মানুষের কাছে শ্রদ্ধার প্রতীক) পরে ক্ষমা চান।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট