নরকঙ্কলা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল


বুধবার,১৪/১১/২০১৮
442

বাংলা এক্সপ্রেস---

মুর্শিদাবাদঃ নরকঙ্কলা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ থানার প্রসাদপুর গ্রামপঞ্চায়েতের চন্দ্রহাত এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ। এদিন সন্ধ্যায় মুর্শিদাবাদ থানার প্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের চন্দ্রহাট এলাকায় একটি আম বাগান পরিস্কার করার সময় শ্রমিকদের নজরে আসে বাগানের ভেতর একটি মাথার খুলি ও হাড়ের কঙ্কাল পড়ে রয়েছে। ঘটনার কথাজানাজানি হতেই  এলাকায় ভিড় জমান বহু মানুষ। খবর দেওয়া হয় মুর্শিদাবাদ থানায়, পুলিশ এসে হাড়গোড় উদ্ধার করে নিয়ে যায়। নরকঙ্কালের পাশ থেকে উদ্ধার হয় চুড়ি ও জামা কাপড়ের কিছু অংশ।

        উলেখ্য প্রায় ৪ মাস আগে লালবাগে পিসির বাড়ি বেড়াতে এসে নিখোঁজ হয় হরিহরপাড়া এলাকার বাসিন্দা তুহিনা খাতুন(১১)। নিখোজের ঘটনায় মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ, কিন্তু নিখোজ তুহিনার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। এদিন এই নরকঙ্কাল উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিখোঁজ কিশোরীর পিসির বাড়ির সদস্যরা। তাদের দাবি এই নরকঙ্কালটি নিখোঁজ তুহিনা খাতুনের। কারন কঙ্কালের পাশ থেকে উদ্ধার হওয়া চুড়ি নিখোঁজ হওয়ার সময় তার হাতে ছিল। এই নরকঙ্কালটি নিখোঁজ তুহিনা খাতুনের না অন্য কারোর তার তদন্তে নেমেছে মুর্শিদাবাদ থানার পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট