তৃণমূল বা বামেদের সঙ্গে জোট নয়, একলা চলার পক্ষেই সায় প্রদেশ কংগ্রেস নেতাদের


মঙ্গলবার,১৩/১১/২০১৮
679

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: কোন জোটে নয়, নিজের পায়ে দাঁড়াতে হবে প্রদেশ কংগ্রেসকে। মঙ্গলবার বিধানভবনে দলের কর্মসমিতির বৈঠকে এমন সিদ্ধান্তের পথেই হাঁটলেন প্রদেশ কংগ্রেস নেতারা। জোট প্রশ্নে এআইসিসির সিদ্ধান্তই মেনে নেবেন তাঁরা, জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের পথে হাঁটছে প্রদেশ কংগ্রেস। আগামী ১২ ডিসেম্বর রানি রাসমনি রোডে বড় জমায়ত করতে চলেছে তারা।

মঙ্গলবার বিধান ভবনে প্রদেশ কংগ্রেস কমিটির কর্মসমিতির বৈঠকে গৃহীত হয়েছে এমনই সিদ্ধান্ত। জোট প্রশ্নে এআইসিসি-র সিদ্ধান্তকেই মান্যতা দেওয়ার পক্ষে সাংসদ, বিধায়ক সহ গোটা দলের সহমত হয়েছে বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এদিন তিনি বলেন, দলকে একক শক্তিতে শক্তিশালী হয়ে উঠতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে একসুরে সেই কাজটা করতে পারলে আমরা এগিয়ে যেতে পারব।

সোমেনবাবুর দাবি, দলের কোন সাংসদই তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে কথা বলেননি। এআইসিসি-র সিদ্ধান্তই চূড়ান্ত বলে মত প্রকাশ করেছেন। সাম্প্রদায়িকতা দূর্ণীতির বিরুদ্ধে কংগ্রেসের লড়াই জারি রয়েছে বলে জানান সোমেন মিত্র। এই প্রশ্নে তৃণমূল নীরব কেন তা নিয়ে প্রশ্ন তোলেন নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি। বহু রাজনৈতিক কর্মীর বিজেপিতে নাম লেখানো প্রসঙ্গে সোমেনের সওয়াল, তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে অনেকে ওই দলে যাচ্ছে। আমরা শেল্টার দিতে পারছি না। বামেরা ক্ষয়িষ্নু। তাই আমাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, কোন জোটের পক্ষে নয়, হারি-জিতি একক শক্তিতে লড়াই করে নিজের পায়ে দাঁড়াতে হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট