এক যে ছিল রাজা সিনেমার রাজকীয় সমারোহ


মঙ্গলবার,১৩/১১/২০১৮
792

বাংলা এক্সপ্রেস---

এই বছরের বাংলা ছায়াছবির জগতে আলোড়ন সৃষ্টি করেছে এক যে ছিল রাজা সিনেমাটি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমার প্রমোশানে বসেছে চাঁদের হাট। শুধু তাই নয় এই সিনেমাতে অভিনয় করেছেন অভিজ্ঞ টলি উড জগতের নানা কলাকুশলিরা । মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা যীশু সেনগুপ্ত। সব মিলিয়ে এক অভিনব সিনেমা দেখতে চলেছেন বাংলা ছায়াছবির দর্শকরা। শুধু তাই নয় এই ছবি ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে সিনেমা জগতে। সৃজিত মুখার্জী পরিচালিত এই সিনেমার চিত্রনাট্য অসাধারন। সৃজিত মুখার্জী সিনেমা এর আগেও বাংলা ছায়াছবির জগতে সাড়া ফেলে দিয়েছিল।

কিন্তু এই ছবির দৃশ্যপট সম্পুর্ন আলাদা । শুধু তাই নয় পাশাপাশি রুদ্রনীল, অনির্বান এর মত অভিনেতারা এই ছায়াছবিতে কাজ করেছেন। এই ছবির ব্যপারে আশাবাদী ছিলেন সিনেমার ইউনিট। এই বাংলাতেই যে সিনেমার জন্য অসংখ্য বিষয়বস্তু মনিমানিক্যের মতো ছড়িয়ে আছে, সেটা মানিকবাবু, ঋত্বিকবাবুদের পর এই মুখুজ্জেবাবু খুব ভালোমতো টের পেয়েছিলেন! সৃজিত মুখার্জি এখন একটা brand name. উনি প্রমান করেছেন যে, ‘সবার ওপর গল্প সত্য, তাহার ওপর নাই’।সৃজিত মুখার্জী বাংলা সিনেমাতে আবার নবজাগরন সৃষ্টি করেছেন তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে যীশু সেনগুপ্তকে বাংলা ছায়াছবিতে স্বমহিমায় ফিরেছেন। তা বলাই যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট